ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

চানাচুর বিক্রেতার নায়িকা

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১০ জুন ২০১৭ , ০৮:৩৬ এএম


loading/img

বিল্লাল ব্যাপারী খুলনার দৌলতপুরের রেলিগেট এলাকায় চানাচুর বিক্রি করেন। আর এ চানাচুর বিক্রির পাশাপাশি নাচেনও। তা যেনতেন নাচ না, পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নাচ। 

বিজ্ঞাপন

মনে আছে কী ২০১৫ সালের শেষ দিকে তার নেচে নেচে চানাচুর বিক্রির ভিডিও অনলাইনে 'ভাইরাল' হয়। এরপর সবাই তাকে 'বাংলার মাইকেল জ্যাকসন' বলে ডাকতে শুরু করেন। 

সেই বিল্লালের জীবনী নিয়ে তৈরি হয়েছে নাটক 'জ্যাকসন বিল্লাল'। নাম ভূমিকায় অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। তার নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর। 

বিজ্ঞাপন

ঊর্মিলা বললেন, কাজটি বেশ গোছানো হয়েছে। বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে নাটকটি। আশা করছি সবার ভালো লাগবে। 

শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় 'জ্যাকসন বিল্লাল' আসছে ঈদুল ফিতরে আরটিভিতে দেখানো হবে।

এইচএম   

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |